এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের এক বিঘা জমির ধরন্ত পটল ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।
সোমবার মধ্য রাতে উপজেলার বারবাজার পিরোজপুর গ্রামের কৃষক রুহুল আমিনের ক্ষেতে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতি গ্রস্ত কৃষক জানান, সোমবার তার পটল ক্ষেতে কাজ শেষে বাড়ি ফেরেন। মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন কিছু পটল গাছের মাথা শুকিয়ে নুইয়ে পড়েছে। এরপর ক্ষেতের মাঝে গিয়ে দেখতে পান তার সব গাছের গোড়া কেটে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, পটল ধরার পর সবেমাত্র তিন হাট পটল বিক্রি করেছেন। কে বা কারা শত্রুতাবশত তার ক্ষেতের পটল গাছ কেটে সাবাড় কওে দিয়েছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। পরে তিনি স্থানীয়দের পরামর্শে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষকের ক্ষেতের পটল গাছ কাটার ঘটনাটি দুঃখজনক। তিনি ওই কৃষককে থানায় অভিযোগ করার পরামর্শ দেন।
Leave a Reply