স্টাফ রিপোর্টার : ঝিনাইদহে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়৷
স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।আরো উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুবীর কুমার দাস। এসময় অত্র জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ৬৭টি ইউনিয়ন পরিষদের সমূহের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপকসহ উপজেলা সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে গৃহিত পদক্ষেপসমূহ,কার্যক্রম পরিচালনার অগ্রগতি ও তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়ন সমূহের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়৷ সেই সাথে ইউনিয়ন সমূহের সমস্যা সমাধানে প্রস্তাবিত প্রস্তাবনা প্রণয়ন করা হয়৷
২০২৫ সালের জানুয়ারি হতে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এ জেলায় গ্রাম আদালতে দায়ের হয়েছে ২২৩৯ টি মামলা।যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ২২৩৮ টি মামলা।
এসময় ঝিনাইদহ জেলার গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে সেরা ৩ টি ইউনিয়ন ঝিনাইদহ সদরের মহারাজপুর,শৈলকূপার দুধসর এবং মহেশপুরের শ্যামকুড় ইউনিয়ন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।