এম এ কবীর, ঝিনাইদহ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়, যা দুপুর পর্যন্ত চলে। যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে মোট ২৭টি মনোনয়নপত্র জমা পড়ে। নির্বাচন কমিশনের বিধিমালা ও আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে ২৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এবং ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাসের মনোনয়ন ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। অপরদিকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ভোটার তালিকায় প্রদত্ত তথ্যের ত্রুটি ও স্বাক্ষর সংক্রান্ত অসঙ্গতির কারণে বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে চারটি সংসদীয় আসনের প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাই কার্যক্রম সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুসরণ করেই পরিচালনা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান ও যাচাই-বাছাইকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়েFil