January 25, 2026, 10:32 am
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহেশপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরের চৌগাছায় বিয়ের বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২০ জন আহত মাগুরায় অনিয়মের অভিযোগ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ; সাংবাদিক মহলে উদ্বেগ নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আইজিপি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন ; বাংলাদেশের তীব্র প্রতিবাদ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে চাই : তারেক রহমান সরকার গঠন করতে পারলে চাঁদাবাজদের নির্মূল করবো : জামায়াতের আমির দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান জানালো নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দল আসছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল : ফখরুল ইসলাম নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বঙ্গববন্ধু শেখ মুজিব আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

এম কবীর, ঝিনাইদহ  : ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার তত্ত¡াবধানে ফাইনাল খেলায় ঝিনাইদহ কলেজ ও কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ প্রতিদ্ব›িদ্বতা করে। তীব্র  প্রতিদ›িদ্বতাপূর্ণ খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ঝিনাইদহ কলেজ ৪-২ গোলে কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজকে হারিয়ে শিরোপা ঘরে জেতে।

জেলা প্রশসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসানের সাংসদ তাহজীব আলম সিদ্দীকি সমি, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিরা।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page