22 Jan 2025, 01:49 pm

ঝিনাইদহে বঙ্গববন্ধু শেখ মুজিব আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

এম কবীর, ঝিনাইদহ  : ঝিনাইদহে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার তত্ত¡াবধানে ফাইনাল খেলায় ঝিনাইদহ কলেজ ও কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ প্রতিদ্ব›িদ্বতা করে। তীব্র  প্রতিদ›িদ্বতাপূর্ণ খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ঝিনাইদহ কলেজ ৪-২ গোলে কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজকে হারিয়ে শিরোপা ঘরে জেতে।

জেলা প্রশসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসানের সাংসদ তাহজীব আলম সিদ্দীকি সমি, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মধ্যে ট্রফি তুলে দেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *