ঝিনাইদহ জেলা প্রতিনিধি : কতিপয় হলুদ সাংবাদিক কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের দ্বারা নির্বাহী প্রকৌশলী এর মানহানি ও উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থার ঘটনায় ওজোপাডিকো ঝিনাইদহের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ কর্মসূচি পালন।
মঙ্গলবার বিকাল ৫:৩০ ঘটিকায় ওজোপাডিকোর সামনে ঘন্টাব্যাপি প্রতিবাদ সভায়,উপস্থিত ছিলেন,জনাব রাশেদুল ইসলাম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ঝিনাইদহ।
এসময় লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো,ঝিনাইদহ দপ্তরের কারিগরি টিম কর্তৃক গত ২৭/০৬/২০২৪ইং তারিখে রাত ১০.১৫ ঘটিকার সময় মিরাজ রাজ নামক সাংবাদিকের দুইটি অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং যশোর বিদ্যুৎ কোর্টে ওজোপাডিকো, ঝিনাইদহ কতৃক মামলা করা হয় যার সি আর মামলা নং৫৫৫/২৪ এবং ৫৬০/২৪। সাংবাদিকের অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর Miraz Zaman raz নামক ফেজবুক এর মাধ্যমে ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলীকে নুরানী চেহারা সুফি দরবেশ সেজে থাকা বিদ্যুৎ বিভাগের চোর, ছাগল কান্ডের মতিউরের মতই তার হাফভাব দুর্নীতিবাজ আখ্যায়িত করাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সম্মানহানি করা হয়।
তারপর গত ১জুলাই ২৪ ইং সকাল ৯:৩০টায় সময় সময় টিভির সাংবাদিক লোটাস রহমান সোহাগ ও তার সাথে আর একজন অজ্ঞাতনামা নির্বাহী প্রকৌশলী, ঝিনাইদহ অফিসে এসে অফিস ও নির্বাহী প্রকৌশলীর অনুপস্থিতিতে কর্তব্যরত আনসারকে ধাক্কা দিয়ে সরিয়ে তার রুমের ভিতরে ভিডিও করে। তারপর নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো ঝিনাইদহ রুমে উপস্থিত হবার সাথে সাথে বিনা অনুমতিতে প্রবেশ করে ভিডিও করতে শুরু করে। ফলশ্রুতিতে নির্বাহী প্রকৌশলী ভিডিও বন্ধ করতে বলে,তারা ভিডিও বন্ধ না করে নির্বাহী প্রকৌশলী ভিডিও করতে গেলে সাংবাদিক সোহাগ নির্বাহী প্রকৌশলীর ফোন কেড়ে নেয় এবং সোহাগ ফোন করে আরো ১৫-২০ জন সাংবাদিক নিয়ে এসে পুলিশের উপস্থিতিতে প্রকৌশলীকে হেনস্তা ও লাঞ্চিত করে।
এব্যাপারে সময় টিভির সাংবাদিক লোটাস রহমান সোহাগ বলেন, মিরাজ রহমান রাজ নামক সাংবাদিকসহ বিভিন্ন সাধারণ মানুষের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এব্যাপারে তাঁর বক্তব্য নিতে গেলে আমার ক্যামেরা ও ফোন ভেঙ্গে আমাকে হেনস্তা ও লাঞ্চিত করে।
Leave a Reply