January 2, 2026, 11:09 pm
শিরোনামঃ
মাগুরার গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ ছাত্রকে হত্যা ; ১ জন আটক   বাংলাদেশের সংবিধানের প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ ; হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা দেশব্যাপী কুয়াশার দাপট থাকতে পারে আগামী ৫দিন ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বিনাধান-২৪ এর বীজ বিতরণ ও প্রশিক্ষণ কু‌ড়িগ্রা‌মে নিজের রাইফেলের গুলি‌তে বি‌জি‌বি সদস্যের আত্মহত‌্যা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত যশোর রেজিস্ট্রি অফিসে অগ্নিকান্ডে পুড়ে গেছে ২শত বছরের পুরোনো নথি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ ; শিশু নিহত পাকিস্তানের বেলুচিস্তানে চীনা সেনামোতায়েনের শঙ্কা ; ভারতের কাছে সাহায্যের আবেদন 
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ভর্তুকি মূল্যের টিসিবি পণ্য সরিয়ে ফেলার অভিযোগ

এম কবীর, ঝিনাইদহ : ভর্তুতি মূল্যের টিসিবি পণ্য বিক্রি না করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মামুন এন্টার প্রাইজের সত্বাধিকারী মামুনের বিরুদ্ধে।

রোববার সকালে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম শহরের ৪ নং ওয়ার্ডের পুলিশ লাইন্স পাড়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। বেলা চারটা পর্যন্ত টিসিবির মালামাল বিক্রির কথা থাকলেও ডিলার মামুন দুপুর দুইটা পর্যন্ত বিক্রি করে প্রায় ২৮০ প্যাকেট টিসিবি পন্য সরিয়ে সেগুলো পাশ্ববর্তী মাসুদের দোকানে রেখে পালিয়ে যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরেফিন কায়সার অভিযোগ করেন, সারা দেশের ন্যয় ঝিনাইদহে দরিদ্র পরিবারের মধ্যে স্বল্পমূল্যে টিসিবি’র খাদ্যপণ্য পণ্য বিক্রি শুরু হয়। সকালে জেলা প্রশাসক বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া উপস্থিত ছিলেন।  আরেফিন কায়সার আরা জানান, শুরুতে সব কিছু ঠিক ঠাক থাকলেও বেলার বাড়ার সাথে সাথে অনিয়মরে অভিযোগ ওঠে। বেলার ২ টার দিকে ট্যাংকি পাড়ার আমিরুল ইসলাম টিসিবির পণ্য কিনতে গিয়ে ফিরে আসেন। তিনি বিষয়টি ওর্য়াড কাউন্সিলরকে জানালে ২৮০ প্যাকেট টিসিবি পণ্য গায়েব করার খবরটি জানাজানি হয়ে যায়। হামদহ পূর্বপাড়ার মাসুম অভিযোগ করেন, টিসিবি পণ্য কিনতে গিয়ে তিনিও ফিরে আসেন। ডিলারের কর্মচারীরা তাকে জানান মাপার মেশিনে সমস্যা হচ্ছে বলে েেয়া সম্ভব হচ্ছে না। এক পর্যায়ে তারা সব পণ্য শেষ হয়ে গেছে বলে ঘোষনা দেয়। কাউন্সিলরের দেয়া তথ্যমতে, সরেজমিন পরিদর্শনে জানা যায়, টিসিবির পণ্য বিক্রয়ের জায়গা সংকট হওয়ায় আগের স্থান শিশু একাডেমি থেকে সরিয়ে হামদহ পুলিশ লাইন্স এর বিপরীত পাশে দ্বীন মোহাম্মদ এন্ড সন্স এর সত্বাধিকারী মাসুদের দোকানে দেয়া হচ্ছিল।

এ বিষয়ে আরেক ভুক্তভোগি হামদহ পূর্ব পাড়ার রেজা জানান, তিনি বিকাল ৪ টার দিকে কার্ড নিয়ে পণ্য কিনতে গিয়ে দেখেন দোকান বন্ধ। এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আরেফির কায়সার জানান, রোববার ৪ নং ওর্য়াডে টিসিবির পন্য বিক্রয় করছিলেন ডিলার মামুন। তিনি বেলা দুইটার দিকে পন্য বিক্রি বন্ধ করে দেন। আমি সরজমিন গিয়ে এর সত্যতা পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে দেখি কালোবাজারে বিক্রির জন্য ২৮০ প্যাকেট টিসিবির পন্য পাশের ঘরে লুকিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে ডিলার মামুনের সাথে মুঠোফোনে কথা বলতে একাধিকবার ফোন করা হরেও তিনি ফোন ধরেননি। দ্বীন মোহম¥দ এন্ড সন্স এর স্বত্তাধিাকরী মাসউদুল করিম বলেন, আমার দোকনে টিসিরি পণ্য আছে তাতে সাংবাদিকের সমস্যা কোথায়? তিনি জানান, এটা বিক্রয়ের জন্যই রাখা হয়েছে। এ বিষয়ে টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়মের বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসক ও ইউএনওকে জানানো হয়েছে। ঘটনা প্রমানিত হলে তার লাইসেন্স বাতিল করা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য জেলার ৬ উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ টি কার্ড ধারী নি¤œ আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল ও ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল  মিলবে।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page