এম এ কবীর,ঝিনাইদহ : ‘টেকসই জীবনযাত্রার ন্যায্য রুপান্তর’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ঝিনাইদহের এর আয়োজনে শহরের পায়রা চত্তরে শনিবার সকাল ১১ টার দিকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় ক্যাব এর জেলা সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান সহ বিভিন্ন, পৌর কাউন্সিলর ফারহানা রহমান আন্জু, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক (অবঃ) আহমেদ হোসেন বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতে আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে যেন পণ্য কিনে ভোক্তা প্রতারিত না হয়। ভোক্তা অধিকার আন্দোলনে সকলের সচেতনতা, স্বোচ্চার ও সংগঠিত হওয়ার আহবান জানান বক্তারা ।