জাফিরুল ইসলাম : উত্তরের হিমেল হাওয়া আর কনকনে এই শীতে ঝিনাইদহের সুবিধাবঞ্চিত শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন হেল্পিং সেন্টার নামের একটি সমাজ কল্যাণ সংগঠন হাটগোপালপুর।শনিবার সকালে হেল্পিং সেন্টারের উদ্যোগে হাটগোপালপুর ভোমরাডাঙ্গা দাখিল মাদ্রাসার হলরুমে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।হেল্পিং সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি নেসার আহম্মেদ কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। সেসময় উপস্থিত ছিলেন হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহসানুর রহমান, হেল্পিং সেন্টারের সাধারন সম্পাদক এইচ এম আশিক, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, হাটগোপালপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল রাজ্জাক, বিশিষ্ঠ সমাজ সেবক নায়েব আলীসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য বেক্তি বর্গ। উল্লেখ্য,ভাল কাজ করি, সুন্দর সমাজ গড়ি।এই শ্লোগানকে ধারণ করে “হেল্পিং সেন্টার”নামের একটি সমাজ কল্যাণ সংগঠন প্রতি বছর হাটগোপালপুর এলাকার সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে।
Leave a Reply