মোঃ ফাহিমুল ইসলাম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে প্রথম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে বঙ্গবন্ধুর সহচর সাবেক গণপরিষদ সদস্য ও বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য মইনুদ্দীন মিয়াজীর পুত্র সাবেক সেনা অফিসার মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজীকে।
ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা এলাকা নিয়ে গঠিত।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেন আওয়ামী লীগের ৭ নেতা। এর মধ্যে ছিলেন বর্তমান এমপি শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুননেছা মিকি ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু।
ঝিনাইদহ জেলার মধ্যে এ আসনটি ১৯৭৫ সালের পর মুলত জামায়াত ইসলামের দখলে ছিল। পরে বিএনপি নেতা শহিদুল ইসলাম মাষ্টার ১৯৯১ সালে এমপি নির্বাচিত হলে এ আসনটি বিএনপি দখলে নেয়। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ নেতা শফিকুল আজম খান চঞ্চল বিপুল ভোটে বিএনপি দলীয় এমপি শহীদুল ইসলাম মাষ্টারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এখনও এ আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগ দখলে রেখেছে ।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে কেন্দ্রীয় যুব লীগ নেতা মোঃ নবী নেওয়াজকে আওয়ামী লীগ মনোনয়ন দিলে বিএনপি-জামায়াতের দেশব্যাপী জ্বালাও-পোড়াও তান্ডবের মধ্যে ৪৮ হাজার ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।
এরপর ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এ আসনে মনোনয়ন পরিবর্তন করে আবারও মনোনয়ন দেয় ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী শফিকুল আজম খান চঞ্চলকে। তিনি বর্তমান সংসদের সদস্য।
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ২৬ নভেম্বর রবিবার আওয়ামী লীগ ঘোষিত ৩০০ আসনের মধে নির্বাচনী আসন-৮৩ ঝিনাইদহ- ৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজীকে।
Leave a Reply