স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে মনোয়নয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি দাউদ হোসেন, সাবেক আহবায়ক শেখ শাহাজামান মোহন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, বিএনপি নেতা ইশারত আলী মন্ডল প্রমুখ।