স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনটি মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নিয়ে নিয়ে গঠিত। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন আওয়ামী লীগের ৭ নেতা। এর মধ্যে রয়েছেন বর্তমান এমপি শফিকুল আজম খান চঞ্চল, সাবেক এমপি নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাহ উদ্দীন মিয়াজী, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফুননেছা মিকি, ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু।
ঝিনাইদহ জেলার মধ্যে এ আসনটি মুলত জামায়াত ইসলামের দখলে ছিলো। পরে বিএনপি নেতা শহিদুল ইসলাম মাষ্টার ১৯৯১ সালে এমপি নির্বাচিত হয়ে এ আসনটি বিএনপি দখলে নেয়। পরে ২০০৮ সালে আওয়ামী লীগ নেতা শফিকুল আজম খান চঞ্চল বিপুল ভোটে বিএনপি দলীয় এমপি শহীদুল ইসলাম মাষ্টারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। এখনও এ আসনটি ক্ষমতাসীন দখলে রেখেছে ।
Leave a Reply