October 11, 2025, 11:49 am
শিরোনামঃ
নোবেল শান্তি পুরস্কার নিয়ে তথ্য ফাঁসের বিষয়ে তদন্ত করছে নোবেল ইনস্টিটিউট সুদানের বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় ৩০ জন নিহত যুক্তরাজ্যের বাজারে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার ফরিদপুরে মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত ২০ জন গাজীপুরে প্রধান সড়কে উঠতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক শিশু শান্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরার সুদীপ্ত ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন : ট্রাম্প গাজা জিম্মি মুক্তি চুক্তিকে অনুমোদন দিয়েছে ইসরাইল
এইমাত্রপাওয়াঃ

ট্রাম্পই ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ : ইলন মাস্কের এআই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘গ্রক’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ বলে তথ্য দিয়েছে।

এক্সের (সাবেক টুইটার) কয়েকজন ব্যবহারকারী রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে গ্রক জানায়, নিউইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার মামলায় ট্রাম্প ৩৪টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এ কারণেই তাঁকে ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে চিহ্নিত করেছে এআইটি।

গ্রক জানায়, ২০২৫ সালের শুরু থেকে ডিসিতে সহিংস অপরাধ ২৬ শতাংশ কমেছে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, রাজধানীর অপরাধ ‘নিয়ন্ত্রণের বাইরে’ এবং তিনি পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন।

এই মন্তব্যের পর মাস্কের মালিকানাধীন এআইয়ের এমন বক্তব্য সামনে আসে। এর আগে ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়, যখন মাস্ক বলেন, এপস্টেইন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে এবং কিছু আইন সমর্থনের কারণে তাঁকে অভিশংসিত করা উচিত।

গ্রক অতীতেও বিতর্কে জড়িয়েছে—গত মাসে অ্যাডলফ হিটলারকে প্রশংসা করা, নতুন হলোকাস্টের আহ্বান, এমনকি নিজেকে ‘মেখা-হিটলার’ ঘোষণা দেওয়ার ঘটনায় সমালোচিত হয়। এক্সএআই এ জন্য সফটওয়্যার ত্রুটিকে দায়ী করেছে।

সাম্প্রতিক ঘটনার পর গ্রককে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরে পুনরায় সক্রিয় করা হয়। তবে স্থগিতের আসল কারণ নিয়ে পরস্পরবিরোধী বার্তার কারণে বিষয়টি রহস্যই থেকে গেছে। মাস্ক একে ‘বোকার মতো ভুল’ বলে মন্তব্য করেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page