অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে মধ্যপ্রাচ্যের সংঘর্ষের মধ্যেই নির্বাচনে ট্রাম্পের বিজয় আসে। বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে আব্বাস ‘আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে ন্যায় এবং শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত’ বলে তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে।
এতে বলা হয়, ট্রাম্প আব্বাসকে আশ্বস্ত করেছেন যে তিনি ‘যুদ্ধ শেষ’ করতে কাজ করবেন।
প্রেসিডেন্ট ট্রাম্পও বলেন, ‘তিনি যুদ্ধ বন্ধ করার জন্য কাজ করবেন ও এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রেসিডেন্ট আব্বাস, এই অঞ্চল ও বিশ্বের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার জন্য তারা প্রস্তুত।’
উল্লেখ্য, চলতি সপ্তাহে কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভ কামনা জানিয়েছেন আব্বাস।
Leave a Reply