অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকাকে ধূমপানমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ মে) ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি– ডাস, ডিএনসিসি, দ্য ইউনিয়ন ও বাংলাদেশ তামাকবিরোধী জোট- বাটা’র যৌথ আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নের গুরুত্ব ও করণীয়’-এ বিষয়ে আলোকপাত করা হয়।
এতে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান। সভাটি সঞ্চালনা করেন ডাস তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন টিপু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের সচিব (যুগ্ম-সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
সভায় পাওয়ার পয়েন্টে আলোচ্য বিষয়বস্তুর ওপর উপস্থাপনা করেন ডাস টিম লিডার আমিনুল ইসলাম বকুল। মূল বক্তব্য রাখেন দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহাবুব আলম তাহিন।
সভায় ডিএনসিসির ওয়েবসাইটে নিয়মিতভাবে তামাক নিয়ন্ত্রণ সম্পর্কিত সংবাদ প্রচারসহ ডিএনসিসির অধীনস্ত দুটি টার্মিনালে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা, ডিএনসিসির আওতাভুক্ত সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তার নিজ নিজ এলাকার পাবলিক প্লেসগুলোকে তামাকমুক্ত রাখার ব্যাপারে চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া এবং তামাকবিরোধী সব এনজিওকে সঙ্গে নিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপনের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় তামাকবিরোধী সংগঠনের পক্ষে এইড ফাউন্ডেশন, টিসিআরসি, মানস, বিইআর, নাটাব, ডব্লিউবিবি ট্রাস্ট ও ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply