অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করার টার্গেট নিয়ে আমরা কাজ করছি। সেই হিসেবে জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করছে নির্বাচন কমিশন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। এই বিষয়ে ঐকমত্য কমিশন একমত হলে আমরা কাজ করবো।