অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এ কর্মসূচি করেন তারা।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নাইটেঙ্গেল মোড় ঘুরে আবারও কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না মিছিলেন নেতৃত্ব দেন।
অন্যদের মধ্যে অংশ নেন সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্যসচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।
যুবদল নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। এ সরকারকে হটানোর জন্য রাজপথে নেমে এসেছেন তারা। সরকার তারেক রহমানকে ভয় পেয়ে তার নামে মিথ্যা মামলা দিয়েছে। এখন তার স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার ফরমায়েশি রায় দেওয়া হচ্ছে। আমরা এ ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এ রায় প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
Leave a Reply