December 28, 2025, 8:21 pm
শিরোনামঃ
প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান ; মনোনয়নপত্র সংগ্রহ জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছেন : ডিএমপি বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মামলা রাঙ্গামাটির সীমান্ত এলাকায় বিজিবির কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১৮ জন উদ্ধার ঝিনাইদহ-৪ আসনে রাশেদকে মনোনয়ন ; কান ধরে নাকে খত দিয়ে দল ছাড়লেন বিএনপি কর্মী গৃহযুদ্ধ ও রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত গাজার জনজীবন ; ভবন ধসে নারীর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

তিউনিসিয়া থেকে দেশে ফিরলো ১৯ জন বাংলাদেশী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহায়তায় তিউনিসিয়া থেকে মোট ১৯ জন অনিয়মিত বাংলাদেশীকে প্রত্যাবাসন করা হয়েছে এবং তারা আজ ঢাকায় পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়াই তারা তিউনিসিয়ায় অবস্থান করছিল। তাদের বহনকারী এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮২ সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম তাদের স্বেচ্ছা প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানব পাচারকারীদের প্রলোভনে ও সহায়তায় তাদের বেশিরভাগই অবৈধ উপায়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর আশায় তিউনিসিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

এতে আরো বলা হয়, তিউনিসিয়ায় থাকাকালীন তাদের অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানা গেছে।

ঢাকায় পৌঁছানোর পর, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আইওএম-এর কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

কর্তৃপক্ষ অবৈধ অভিবাসন পথের বিপদ এবং অমানবিক যন্ত্রণা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে জনগোষ্ঠীর অন্যদের সাথে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা জানানোর জন্য প্রত্যাবর্তনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।
আইওএম এখানে প্রতিটি প্রত্যাবর্তনকারীকে ৬,০০০ টাকা নগদ সহায়তা, খাদ্য সামগ্রী, চিকিৎসা সহায়তা এবং সাময়িক থাকার সুবিধা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিউনিসিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে বর্তমানে আটক অন্যান্য বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page