জাফিরুল ইসলাম : দেশের কৃষিক্ষাতকে আরো উন্নত সমৃদ্ধ করতে তৈলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২২- ২৩ অর্থ বছরে যশোর ও খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার যশোর জেলা শিল্পকলা একাডেমিতে প্রকল্প পরিচালক, তৈলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা কৃষিবৃদ মো: জসিম উদ্দিনের উপস্থাপনায় অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল কৃষিবিদ মো: ফরিদুল হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিচালক, ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ঢাকা কৃষিবিদ স্বপন কুমার খাঁ।
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, উপপ্রকল্প পরিচালক
তৈলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, খামারবাড়ি ঢাকা, কৃষিবিদ আবু তাহের হোসেন, কৃষিবিদ মো: নুরুল হোসেন, কৃষিবিদ এ.কে. এম কামরুজ্জামান, কৃষিবিদ ড. কাওসার উদ্দিন আহম্মদসহ যশোর ও খুলনা অঞ্চলের সকল জেলা ও উপজেলায় কর্মরত সকল কৃষিবিদ কর্মকর্তা, কৃষকসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply