অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের কাছে শোকবার্তা পাঠিয়েছেন বিশ্ব নেতারা। গতকাল রোববার ব্যাংকক থেকে জিজু এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি বিমানে আগুন ধরে এসব লোকের প্রাণহানি ঘটে।
কোরিয় বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দেশের উত্তরাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের দেয়ালে ধাক্কা লেগে বিমানে আগুন ধরে যায়। এতে ১৭৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। তবে বিমানের লেজে আশ্রয় নিয়ে অবিশ্বাস্যভাবে ২ জন বেঁচে যায়।
দুর্ঘটনার পর বিমানের যাত্রীদের আত্মীয়-স্বজন বিমানবন্দরে ভিড় করে এবং বিশ্ব নেতৃবৃন্দ তাদের সমবেদনা জানান।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মক এর কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি ‘মর্মাহত’।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শি বলেছেন, ‘আমরা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করছি।’
ইউরোপীয় ইউনিয়ন প্রধান উরসুলা ভন দার লেইন বলেছেন, মুয়ানে বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখে আমি খুবই শোকাহত।
ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনাদের অংশীদার হিসেবে এই দুঃসময়ে ইউরোপ পাশে আছে।’
পোপ ফান্সিস ভ্যাটিকানের বিভিন্ন উপাসনালয়ে হাজির হয়ে নিহত ও আহতদের জন্য প্রার্থনা করেন। পোপ এক দশক আগে দক্ষিণ কোরিয়া সফর করেছেন।
ফান্সের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, প্যারিস দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান বিধ্বস্ত হয়ে বিপুল সংখ্যক লোকের প্রাণহানিতে গভীর মর্মাহত এবং ফ্রান্স সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে।
জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক- ওয়ালটার স্টেইনমেয়ার বলেছেন, রাজনৈতিক সংকটে জর্জরিত দক্ষিণ কোরিয়ার জনগণ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ঘটনায় আরেকটি ক্রান্তিকাল অতিক্রম করছে। স্টেইনমেয়ার বলেছেন, ‘বিমান দুর্ঘটনায় প্রাণহানি পরিবারগুলোর জন্য অপূরণীয় ক্ষতি এবং বেদনাদায়ক ঘটনা।’
এদিকে ইরান কোরীয় প্রজাতন্ত্র এবং থাই সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। ইরান বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বার্তা পাঠিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রী গিদিয়ন সার বলেছেন, ‘দক্ষিণ কোরিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে তিনি গভীর মর্মাহত।’
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি সরকার বন্ধু প্রতীম কোরিয় প্রজাতন্ত্রের সরকার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।’
Leave a Reply