অনলাইন সীমান্তবাণী ডস্কে : দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় দুইজন পুরুষ, একজন নারী ও দুইজন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বিরল উপজেলার ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।
জানা যায়, আটকরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন।
৪২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি জানান, বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্র পুর বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস থেকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ, খানসামা ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী পাঁচজনকে আটক কর হয়। আটকদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply