বশির আ–লমামুন, চট্টগ্রাম : নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ( অঃ) সাখাওয়াত হোসেন বলেছেন অতীতে বাংলাদেশ শিপিং করপোরেশন ( বিএসসি)কে দূর্নীতিগ্রস্হ প্রতিষ্ঠান বানিয়েছিল সাবেক সরকারের কিছু লোকজন। শতশত কোটি টাকা আত্মসাৎ করে বিএসসিকে অকার্যকর ও দূর্নীতিগ্রস্হ প্রতিষ্ঠান বানানো হয় । বর্তমান অন্ত:বর্তী কালীন সরকার ক্ষমতায় আসার পর বিএসসিকে দূর্নীতি মুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। আস্তে আস্তে এটি লাভজন প্রতিষ্ঠান হিসেবে রূপ পাচ্ছে। শেয়ার হোল্ডারদের আমানত বৃদ্ধি পাচ্ছে। রবিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাব বিএসসি‘র ৪৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএসসি’র ব্যবস্হাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌ পরিবহন উপদেষ্টা আরও বলেন বিএসসিতে দূর্নীতিবাজ দের কোন স্হান নেই। কেউ দূর্নীতি করে থাকলে তাদের ছাড় দেয়া হবে না।
তিনি বলেন কর সমন্বয়ের পর চলতি অর্থবছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মোট লাভ করেছে ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা যা বিগত ৫৩ বছরে সর্বোচ্চ। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন,‘২০২৩-২৪ অর্থ বছরে বিএসসির পরিচালনা বাবদ ৪৮৭ কোটি ৭৪ লাখ টাকা ও অন্যান্য খাত থেকে ১০৮ কোটি ৪৪ লাখ টাকা আয় হয়েছে। এতে মোট আয় দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ১৯ লাখ টাকায়। অন্যদিকে পরিচালনা ব্যয় ছিল ১৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয় ১২১ কোটি ৯৮ লাখ টাকা। যা সর্বমোট ব্যয় দাঁড়ায় ৩১১ কোটি ৬০ টাকায়। ফলে নিট মুনাফার ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করে পরিচালনা পর্ষদ’।
কমোডর মাহমুদুল মালেক বলেন,‘সরকারের সুযোগ্য দিক নির্দেশনা ও সক্রিয় সহযোগিতায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিএসসি। ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা, এসডিজি এবং ব্লু-ইকোনমির ধারণা বাস্তবায়নসহ বিএসসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও আন্তর্জাতিক শিপিং সংস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদে বিএসসি’র বহরে বাণিজ্যিক জাহাজ সংযোজন ও আনুষঙ্গিক বিভিন্ন প্রকল্প/কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।’
শেয়ারবাজার থেকে অর্থ ব্যবহার প্রসঙ্গে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আরপিও (রিপিট পাবলিক অফার) এর মাধ্যমে সংগৃহীত ৩১৩ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ৯৩ কোটি ৪৩ লাখ টাকা ইতোমধ্যে ব্যয় হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৫ তলা ভবন নির্মাণে ৫৯ কোটি ৩৫ লাখ, শেয়ার বাজারজাতকরণে ১৭ কোটি ৯৩ লাখ এবং ছয়টি জাহাজ ক্রয়ে ১৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে’।
উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চীন সরকারের ঋণ সহায়তায় গত ২০১৮-১৯ অর্থ বছরে ৬টি নতুন জাহাজ ক্রয় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যার মধ্যে বর্তমানে ০৫টি জাহাজ বিএসসির বহরে আছে। উক্ত জাহাজসমূহ বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে নিয়োজিত করা হয়েছে। বক্তব্য রাখানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, শেয়ার হোল্ডার কবির স্টীল এর এমডি কবির আহমদ চৌধুরী। এ সময় বিএসসি পরিচালনা পর্ষদ এর সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply