অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছর ৩১ শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর তাদের যুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ইসি সচিব জানিয়েছেন, দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১শ’৮৩ জন। নতুন দল হিসেবে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী নিবন্ধন পেয়েছে।
আপত্তির কারণে বাংলাদেশ আম জনগণ পার্টিকে তালিকার বাইরে রাখা হয়েছে। গণভোট নিয়েও ইসি কোন নির্দেশনা পায়নি বলে জানান সচিব।