অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
সম্প্রতি সরকার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবু স্কুল খোলা রাখা হয়েছে। তীব্র শীতে স্কুলগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি খুবই কম বলে জানা গেছে।
দিনাজপুরের জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেলে স্কুল বন্ধ রাখার নির্দেশনা আমরা পেয়েছি। সকালের দিকে তাপমাত্রা কম থাকে। পরে বেড়ে যায়। তাই এখনও আমরা স্কুল বন্ধের নির্দেশ দিইনি। আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলবো। তারা যদি বলে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে, তবে আমরা স্কুল বন্ধ রাখবো।’
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
Leave a Reply