অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে মোট খাদ্যশস্য মজুত থাকার কথা ১৪ লাখ মেট্রিক টন। তবে এখন আছে তার চেয়ে বেশি। মোট ১৮ লাখ ৬৭ হাজার মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুত আছে সরকারের কাছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ রবিবার (২৫ জুন) তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, এখন পর্যন্ত ১৪ লাখ ৮২ হাজার ৭১১ লাখ মেট্রিক টন চাল মজুত আছে সরকারের কাছে। গম আছে ৩ লাখ ১৭ হাজার ৮৮৬ মেট্রিক টন। ধান আছে ১ লাখ ৩ হাজার ৯৩ মেট্রিক টন।
এ বছর সাড়ে ১২ লাখ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। ইতোমধ্যে সাড়ে ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে ৪ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এখন পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন ধান।
মন্ত্রী বলেন, ওএমএস কার্যক্রমের মাধ্য এই চাল বিতরণ করবে সরকার। ওএমএস কার্যক্রমের জন্য সবাইকে কার্ড দেওয়া হবে।
মন্ত্রী বলেন, গত বছর ভাল ফল পেয়েছিলাম। এবার সমস্যা হলো তীব্র গরম। তাই সিদ্ধান্ত হাটের কাছেই যেন লবন পাওয়া যায়। এবার কেউ লবণ স্টক করে অহেতুক দাম বাড়ানো চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীরা অহেতুক মূল্য বৃদ্ধি যেন না করে।