অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এদের মধ্যে ঢাকায় ২৪ জন এবং ঢাকার বাইরে ২০ জন ভর্তি হয়েছেন।
আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩০২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৪৩ এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৩৫৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৭ হাজার ৯০৬ জন। এদের মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৬৮জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭জনের।
এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ৫৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র: বাসস
Leave a Reply