বশির আল-মামুন, চট্টগ্রাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় শেষ মুহুর্তেও জমজমাট ছিল চট্টগ্রামের ভোটের মাঠ। ভোটকে ঘিরে নগরীতে উৎসাহ উদ্দীপনার কমতি নেই কোথাও। প্রচারণার শেষ রাতেও ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছেন প্রার্থীরা।
শুক্রবার সকাল ৮টায় শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। তবে, বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে রাতেও সরব ছিলেন প্রার্থীরা। শেষ মুহুর্তে সব প্রার্থীরাই চেষ্টা করেছেন ভোটারদের মন জয় করতে। মিছিল মিটিং, উঠান বৈঠকসহ নানাভাবে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে চেয়েছেন ভোট।
চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন রাতের তীব্র শীত উপেক্ষা করেই প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। উত্তর কাট্টলী এলাকায় উঠান বৈঠকে দিয়েছেন উন্নয়নের নানান প্রতিশ্র“তি।
এদিকে পিছিয়ে ছিল না চট্টগ্রাম ৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী সোলায়মান আলম শেঠও। নিজ নির্বাচনী এলাকা বোয়ালখালী চষে বেড়িয়েছেন তিনি।
অন্যদিকে, প্রচারণার শেষ দিন বিকেলে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এম.এ.মতিন ভোট চেয়ে গণসংযোগ করেন। এর আগে, দুপুরে একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী গণসংযোগ করেন। নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
এছাড়াও, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে গণমাধ্যমকর্মী, নানা শ্রেণিপেশার লোকজনের উপস্থিতিতে ইশতেহার ঘোষণা করেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনজুর আলম।
Leave a Reply