July 1, 2025, 10:13 am
শিরোনামঃ
শরীয়তপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করল পাকিস্তান নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক ফোন কল ফাঁসের জের ধরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ; ৩৪ জন নিহত মহেশপুরে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা মাগুরায় জুতা তৈরি করা নিয়ে মুচির বাটালির কোপে কিডনি দ্বিখণ্ডিত  জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার চুড়ান্ত প্রস্তুতি পর্বে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

নওগাঁর অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে ১০ মাস বিনামূল্যে গরুর দুধ দেয়ার অভিনব উদ্যোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নওগাঁর অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে গর্ভকালীন ১০ মাস ধরে বিনামূল্যে গরুর দুধ দেয়ার অভিনব উদ্যোগ নিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘মা থাকবে সুস্থ, সন্তান হবে পুষ্ট’ এই প্রতিপাদ্যে জেলার বদলগাছীতে অসচ্ছল ৫০ জন গর্ভবতী মাকে বিনামূল্যে গরুর দুধ প্রদান করা হয়েছে।

বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের পারসোমবাড়ী গ্রামের সৌরভ প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির গতকাল বিকেলে  এই গরুর দুধ বিতরণ করেন।

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় সবকিছুর দামই বেশি। সাধ থাকলেও সাধ্য না থাকায় অনেক পরিবারে পুষ্টি জোগান দেয়া সম্ভব হয় না। বাজারে প্রতি কেজি গরুর দুধ স্থানভেদে ৭০-৭৫ টাকা কেজি। দাম বেশি হওয়ায় অসচ্ছল পরিবারের গর্ভবতী মায়েদের পক্ষে দুধ কিনে খাওয়া সম্ভব হয় না। আধাইপুর ইউনিয়নের এমন অসচ্ছল ৫০জন গর্ভবতীকে পুষ্টির জোগান দিতে বিনামূল্যে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেন সমাজসেবক মোস্তাফিজুর রহমান শিশির। ৪০টি গ্রামের ৫০ জন গর্ভবতী মায়ের প্রত্যেককে ৪ কেজি করে দুধ দেয়া হয়। বিনামূল্যে গরুর দুধ পেয়ে খুশি অসচ্ছল ও দরিদ্র গর্ভবতী মা ও তাদের স্বজনরা।

মোস্তাফিজুর রহমান শিশির বলেন, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের অসচ্ছল গর্ভবতী মায়েরা পুষ্টিহীনতায় ভোগেন। সুস্থ সন্তান জন্মদানে পুষ্টির বিষয়ে অনেকেই সচেতন নন। এ বিষয়টি লক্ষ্য করেই আধাইপুর ইউনিয়নের ৪০টি গ্রামের ৫০জন অসচ্ছল গর্ভবতী মা’কে মাসে ৪ কেজি করে গরুর দুধ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তাদের গর্ভকালীন পুরোটা সময় এ কার্যক্রম চলবে। পাশাপাশি তাদের নবাগত সন্তানের সুস্থতায় তাদের অন্যান্য বিষয়েও সহযোগিতা করা হবে। এই আয়োজনের মধ্যে দিয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছি। সমাজে অনেক বৃত্তবান আছেন তারাও উৎসাহিত হয়ে আগামীতে এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী।

উপজেলার পরমানন্দপুর গ্রামের গৃহবধু শাকিলা আক্তার বলেন, দিনমজুর দরিদ্র স্বামী। বাজারে দুধ প্রায় ৭০ টাকা কেজি। এতো দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব না। প্রথম সন্তান জন্ম দিতে যাচ্ছি। বিনামূল্যে ৪ কেজি দুধ পেয়েছি। যা আমার জন্য খুবই উপকার হয়েছে।

বসন্তপুর গ্রামের গৃহবধূ জনি বেগম এসেছিলেন গর্ভবতী মেয়ের জন্য দুধ নিতে। তিনি বলেন, আমার মেয়ের প্রথম সন্তান হবে। জামাইয়ের পরিবার দরিদ্র। কষ্টে সংসার চলে। যে দুধ পেলাম মেয়ের শরীরে পুষ্টির জোগান দিবে। এতে মেয়ের জন্যও সুবিধা হবে। আমি খুবই খুশি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ সমাজ সেবক মজিবর রহমান, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লু হোসেন ও ছাত্রদলের সাবেক সভাপতি শাকিল হোসেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  


Our Like Page