May 7, 2025, 7:00 am
শিরোনামঃ
ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইনের ৯ টি ধারা ও ৯০ শতাংশ মামলা : আইন উপদেষ্টা প্রতিটি ভবন হতে হবে নিরাপদ-পরিবেশবান্ধব-দুর্যোগ সহনশীল : গণপূর্ত উপদেষ্টা উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয় : পরিবেশ উপদেষ্টা ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা কুষ্টিয়ার পদ্মা নদীর ৪ কি.মি. এলাকাজুড়ে ভাঙন বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা খুলনার সুন্দরবনে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২ বনদস্যু আটক ৫৪ বছর পর ভারতে আবারো নিরাপত্তা মহড়া একদিনে ৪ দেশে হামলা করেছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

নওগাঁর রাণীনগর থেকে বদলির একদিন আগে জানা গেল শিল্পকলার টাকা আত্মসাত করেছেন ইউএনও

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বদলির একদিন আগে নওগাঁর রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির বরাদ্দের প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাবাসসুমের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।

উপজেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, ভালো ফলাফলের জন্য অবকাঠামোগত উন্নয়নে জেলার রাণীনগর ও নিয়ামতপুর উপজেলা শিল্পকলা একাডেমিরকে গত অর্থবছরে (গত মে, ২০২৪) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। যে অর্থ সরাসরি ইউএনও বরাবর দেওয়া হয়।

যা পরবর্তীতে উপজেলা শিল্পকলা একাডেমির কমিটির পরামর্শক্রমে অবকাঠামোগত উন্নয়ন কাজে ব্যয় করার কথা এবং নিয়ম অনুযায়ী উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ তহবিল হিসাবটি সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক-এর যেকোনো একজন এবং কোষাধ্যক্ষ/সদস্য-সচিব এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে।

এমন নিয়ম থাকলেও ইউএনও উম্মে তাবাসসুম উর্ধ্বতন কর্মকর্তার কথা বলে বরাদ্দের টাকা উপজেলা শিল্পকলা একাডেমির নিজস্ব হিসাব নম্বরে জমা না দিয়ে গোপনে অন্য ব্যাংকে আলাদা হিসাব খুলে টাকা উত্তোলন করেছেন। এবং উত্তোলন করা টাকা উপজেলার বিভিন্ন খাতে খরচ দেখিয়ে ইতিমধ্যেই অনেক টাকা খরচ করেছেন বলে জানা যায়। এছাড়া শিল্পকলার নামে বরাদ্দ হওয়া নিয়মিত বাৎসরিক ৫০ হাজার টাকারও কোনো হদিস মিলছে না বলে জানা যায়।

উপজেলা শিল্পকলা একাডেমির ওস্তাদ আব্দুল মান্নান জানান, পূর্বের প্রতিটি ইউএনও  শিল্পকলা একাডেমির উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছেন। তিনি একজন পক্ষাঘাতগ্রস্থ মানুষ। তার পুরোজীবন এই শিল্পকলায় অতিবাহিত হচ্ছে। পূর্বের স্যারেরা তার ও তবলচি বাবলুর পারিবারিক অবস্থা খুব খারাপ দেখে প্রতি মাসে ছোট্ট একটি ভাতার ব্যবস্থা করেছিলেন।

এছাড়া প্রতি উৎসবে অল্প করে উৎসব ভাতাও চালু করেছিলেন কিন্তু উম্মে তাবাসসুম এসে তাদের দু’জনের জন্য বরাদ্দ করা সব ভাতা বন্ধ করে দেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে শিল্পকলা একাডেমির তহবিলে থাকা বিভিন্ন অনুদানের টাকাও উপজেলার বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে খরচ দেখিয়ে বরাদ্দের হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করেন তিনি।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  মাহবুবুর রহমান জানান, ইউএনও উম্মে তাবাসসুমের দায়িত্বকালীন শিল্পকলার নামে বরাদ্দ করা কোনো অর্থের বিষয়ে তাকে অবগত করা হয়নি। শুধু তাই নয় সম্প্রতি বিশেষ বরাদ্দের এক লাখ টাকা এবং নিয়মিত বাৎসরিক বরাদ্দ করা পঞ্চাশ হাজার টাকাসহ কোনো টাকার বিষয়েই তিনি অবগত নন।

এমনকি সোনালী ব্যাংক টিটিডিসি শাখায় চালু থাকা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ তহবিল হিসাবেও এখন পর্যন্ত কোনো টাকা জমা হয়নি। এছাড়া একাডেমির নানা উন্নয়নমূলক কাজ করা হয়নি বলে দাবি করেন তিনি।

এদিকে জানতে চাইলে সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার জানান, তার শাখায় উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ তহবিল হিসাব নম্বরে দীর্ঘদিন যাবৎ কোনো টাকা জমা হয়নি বলে জানান তিনি।

সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সভাপতি উম্মে তাবাসসুম মোবইল ফোনে জানান, নিয়মানুসারেই শিল্পকলার নামে বরাদ্দ করা টাকা খরচ করা হয়েছে। আর অবশিষ্ট টাকা জমা আছে। এছাড়া শিল্পকলার সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে ভাতা দেওয়ার কোনো নিয়ম নেই। তাই তিনি ওই দুই জনের ভাতা বন্ধ করে দিয়েছেন।

শিল্পকলা একাডেমির টাকা কোন ব্যাংকের হিসাব শাখায় জমা আছে সেই বিষয়টি জানতে চাইলে তিনি জানান, শিল্পকলার তহবিলে জমা আছে বলে জানান তিনি।

জেলা কালচারাল কর্মকর্তা তাইফুর রহমান মোবাইল ফোনে জানান, বরাদ্দের টাকা একাডেমির কমিটির পরামর্শক্রমে অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করার কথা। তবে রাণীনগরের অনিয়মের বিষয়টি তিনিও লোকমুখে শুনেছেন বলে জানান তিনি।

জানতে চাইলে নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা মোবাইল ফোনে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page