January 13, 2026, 10:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরসহ সকল পল্লী বিদ্যুৎ অফিসগুলো দালাল মুক্ত করার দাবি ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানদের ঝিনাইদহে গভীর রাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পরিকল্পিত অগ্নিকাণ্ড : ডিআইজি পে-স্কেল বাস্তবায়নে কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার : অর্থ উপদেষ্টা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন বন্ধে ইসির নির্দেশনা  গানম্যান পেলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনীতিতে মন্দাভাব দেখা দিয়েছে : পরিকল্পনা উপদেষ্টা যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার জালের ফাঁদ জব্দ
এইমাত্রপাওয়াঃ

নতুন ১০০ রুপির নোটে ভারতের ৩ অঞ্চলকে নিজেদের দেখাল নেপাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নতুন ১০০ রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে সংশোধিত মানচিত্র দেখা যাচ্ছে, যাতে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তিনটি অঞ্চলই ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে।

নেপালে জেন জি-র উত্তাল আন্দোলনের কারণে ওলি সরকারের পতনের পর থেকে দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকার, যার প্রধান হিসাবে রয়েছেন সুশীলা কার্কি, এরই আমলে নেপাল এই নতুন ১০০ রুপির নোট প্রকাশ করল।

বৃহস্পতিবার নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি) সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষরিত নোটটি বাজারে ছাড়া হয়। নোটটি ইস্যুর তারিখ ২০৮১ নেপালি বর্ষ, যা ২০২৪ সালকে নির্দেশ করে।

২০২০ সালের মে মাসে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছিল। পরে এটি সংসদে অনুমোদিত হয়। ভারত সেই সময়ে নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানায় এবং সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে অভিহিত করে। তখন তারা কাঠমান্ডুকে সতর্ক করে জানায় যে, আঞ্চলিক দাবির এই কৃত্রিম সম্প্রসারণ তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

ভারত দাবি করে, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা তাদেরই অঞ্চল। মানচিত্রের আপডেট সংস্করণ সম্পর্কে বলতে গিয়ে বৃহস্পতিবার একজন নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি)-এর মুখপাত্র বলেছেন, মানচিত্রটি ইতিমধ্যেই পুরাতন ১০০ টাকার নোটে ছিল এবং সরকারের সিদ্ধান্ত অনুসারে এটি সংশোধন করা হয়েছে।

তিনি স্পষ্ট করেছেন যে, বিভিন্ন মূল্যমানের নোটের মধ্যে যেমন ১০, ৫০, ৫০০ ও ১,০০০ রুপি, শুধুমাত্র ১০০ রুপি নোটেই নেপালের মানচিত্র দেখা যাচ্ছে। নেপালের নতুন ১০০ টাকার নোটের বাম দিকে মাউন্ট এভারেস্টের ছবি রয়েছে। যেখানে ডানদিকে নেপালের জাতীয় ফুল, রডোডেনড্রনের জলছাপ রয়েছে। নোটের কেন্দ্রে নেপালের ফিকে সবুজ রঙের মানচিত্র রয়েছে।

নেপালের নতুন মুদ্রা নোটে তাদের মানচিত্রে তিনটি বিতর্কিত ভারতীয় অঞ্চল অন্তর্ভুক্ত করার পদক্ষেপকে একতরফা সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মানচিত্রের কাছে অশোক স্তম্ভ ছাপা আছে, যেখানে লেখা আছে, লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান। নোটের পেছনের দিকে একটি শিংযুক্ত গন্ডারের ছবি রয়েছে। নোটে একটি সুরক্ষা থ্রেড এবং একটি কালো বিন্দুও আছে। নেপাল পাঁচটি ভারতীয় রাজ্যের—সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের—সঙ্গে ১৮৫০ কিলোমিটারেরও বেশি সীমান্ত ভাগ করে নিয়েছে।

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page