November 28, 2025, 11:17 am
শিরোনামঃ
সিরাজগঞ্জের নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পশ্চিম তীরে আত্মসমর্পণকারী ২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইলি নিরাপত্তা বাহিনী নতুন ১০০ রুপির নোটে ভারতের ৩ অঞ্চলকে নিজেদের দেখাল নেপাল আফগানিস্তান থেকে চালানো ড্রোন হামলায় তাজিকিস্তানে চীনের তিন নাগরিক নিহত ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারসহ নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী : ইসি সচিব পাঁচদিনের মাথায় ১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ আমাকে যারা চেনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী সহকারী শিক্ষকদের ‘শিক্ষা ক্যাডারে’ অন্তর্ভুক্ত না করলে সরকারি স্কুল শাটডাউন 
এইমাত্রপাওয়াঃ

নতুন ১০০ রুপির নোটে ভারতের ৩ অঞ্চলকে নিজেদের দেখাল নেপাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি) বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নতুন ১০০ রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে সংশোধিত মানচিত্র দেখা যাচ্ছে, যাতে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তিনটি অঞ্চলই ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে।

নেপালে জেন জি-র উত্তাল আন্দোলনের কারণে ওলি সরকারের পতনের পর থেকে দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকার, যার প্রধান হিসাবে রয়েছেন সুশীলা কার্কি, এরই আমলে নেপাল এই নতুন ১০০ রুপির নোট প্রকাশ করল।

বৃহস্পতিবার নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি) সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষরিত নোটটি বাজারে ছাড়া হয়। নোটটি ইস্যুর তারিখ ২০৮১ নেপালি বর্ষ, যা ২০২৪ সালকে নির্দেশ করে।

২০২০ সালের মে মাসে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছিল। পরে এটি সংসদে অনুমোদিত হয়। ভারত সেই সময়ে নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানায় এবং সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে অভিহিত করে। তখন তারা কাঠমান্ডুকে সতর্ক করে জানায় যে, আঞ্চলিক দাবির এই কৃত্রিম সম্প্রসারণ তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

ভারত দাবি করে, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা তাদেরই অঞ্চল। মানচিত্রের আপডেট সংস্করণ সম্পর্কে বলতে গিয়ে বৃহস্পতিবার একজন নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি)-এর মুখপাত্র বলেছেন, মানচিত্রটি ইতিমধ্যেই পুরাতন ১০০ টাকার নোটে ছিল এবং সরকারের সিদ্ধান্ত অনুসারে এটি সংশোধন করা হয়েছে।

তিনি স্পষ্ট করেছেন যে, বিভিন্ন মূল্যমানের নোটের মধ্যে যেমন ১০, ৫০, ৫০০ ও ১,০০০ রুপি, শুধুমাত্র ১০০ রুপি নোটেই নেপালের মানচিত্র দেখা যাচ্ছে। নেপালের নতুন ১০০ টাকার নোটের বাম দিকে মাউন্ট এভারেস্টের ছবি রয়েছে। যেখানে ডানদিকে নেপালের জাতীয় ফুল, রডোডেনড্রনের জলছাপ রয়েছে। নোটের কেন্দ্রে নেপালের ফিকে সবুজ রঙের মানচিত্র রয়েছে।

নেপালের নতুন মুদ্রা নোটে তাদের মানচিত্রে তিনটি বিতর্কিত ভারতীয় অঞ্চল অন্তর্ভুক্ত করার পদক্ষেপকে একতরফা সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মানচিত্রের কাছে অশোক স্তম্ভ ছাপা আছে, যেখানে লেখা আছে, লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান। নোটের পেছনের দিকে একটি শিংযুক্ত গন্ডারের ছবি রয়েছে। নোটে একটি সুরক্ষা থ্রেড এবং একটি কালো বিন্দুও আছে। নেপাল পাঁচটি ভারতীয় রাজ্যের—সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের—সঙ্গে ১৮৫০ কিলোমিটারেরও বেশি সীমান্ত ভাগ করে নিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page