January 29, 2026, 11:47 pm
শিরোনামঃ
মহেশপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু মহেশপুরে ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল মিছিল ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ভুয়া ভেবে আসল পুলিশ সদস্যকে পিটিয়ে থানায় পাঠালো জনগণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভুয়া ভেবে পুলিশের এক কনস্টেবলকে পিটিয়ে থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কনস্টেবল ইমরান হোসেন (কনস্টেবল নম্বর ১১৮৪) জেলার রূপগঞ্জ থানায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় জনতা।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মারুয়াদী এলাকায় স্থানীয় অপরাধীদের সঙ্গে মিশে ইমরান বিভিন্ন অপকর্ম করে আসছিল। তিনি পুলিশের পোশাক ও হ্যান্ডকাপ ব্যাবহার করে ছিনতাই-মাদক ব্যবসার সহযোগিতা করে আসছেন। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে ভুয়া পুলিশ সদস্য ভেবে মারুয়াদী এলাকায় তার ওপর চড়াও স্থানীয় জনতা। এসময় তার সঙ্গে আরও মাসুম নামের আরও একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, জনতা ২ জনকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ইমরান, অপরজন মাদক ব্যবসায়ী মাসুম। ইমরান ঘটনাস্থলে কি কারণে গিয়েছিলেন তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোর্পদ করেছি।

সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) মেহেদী হাসান বলেন, সন্দেহজনকভাবে ইমরানকে আটক করা হয়েছে। জনগণের দাবি সে ওই এলাকাতে বিভিন্ন অপকর্মে জড়িত। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page