নিহত দিদারুল ইসলাম
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কেন্দ্রস্থল ম্যানহাটনের একটি বহুতল ভবনে বন্দুক হামলায় বাংলাদেশি অভিবাসী এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী নিজেও রয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনার সূত্রপাত হয়। নিউইয়র্কের বিখ্যাত পার্ক অ্যাভিনিউর একটি বহুতল ভবনে গুলির শব্দ পাওয়া যায়। ওই ভবনটিতে বিশ্বের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন, নিরীক্ষা সংস্থা কেপিএমজি এবং ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) মতো বড় প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী কর্মী জানান, তিনি ওই ভবনের ভেতরেই ছিলেন এবং হামলাকারী ফ্লোরে ফ্লোরে যাচ্ছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিএনএনকে জানিয়েছে, ‘মিডটাউন ম্যানহাটনের এই হামলায় নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি অভিবাসী একজন কর্মকর্তাসহ মোট চারজন নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী নিজের গুলিতেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।’
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একজন পুলিশ কর্মকর্তার নিহত হওয়ার কথা জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পুলিশ কমিশনার জেসিকা টিশ এক্সে লিখেছেন, ‘এই মুহূর্তে ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে এবং একমাত্র বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।’#
নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি অভিবাসী : যুক্তরাষ্ট্রের মিডটাউন ম্যানহাটনের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলাম একজন বাংলাদেশি অভিবাসী।
সোমবার মার্কিন সংবাদমাধ্যমে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই বন্দুকধারী ছিলেন ‘মানসিক বিকারগ্রস্ত’।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তিনি (দিদারুল ইসলাম) নিউইয়র্কবাসীকে রক্ষার দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী এবং এই শহরকে ভালোবাসতেন। আমরা যাদের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছেন যে তিনি একজন ধর্মভীরু মানুষ ছিলেন এবং সৎ জীবনযাপন করতেন।’
সংবাদ সম্মেলনের বরাতে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, সোমবার ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে সন্দেহভাজন ঘাতক ২৭ বছর বয়সী শেইন তামুরার হাতে প্রাণ হারান ৩৬ বছর বয়সী দিদারুল।
মেয়র বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। যেভাবে নিউইয়র্ক পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করেন, তিনিও সেভাবে অন্যদের নিরাপত্তা দিতেন।’
সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দিদারুলের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা এবং তাদের দুই সন্তান আছে।
দিদারুল ২০২১ সালের ডিসেম্বর থেকে এনওয়াইপিডির সদস্য হিসেবে কাজ করছেন এবং ব্রঙ্কসের ৪৭তম প্রিসিনক্টে কর্মরত ছিলেন। সোমবার তিনি দায়িত্বরত ছিলেন না। তবে রুডিন ম্যানেজমেন্ট কোম্পানির নিরাপত্তারক্ষী হিসেবে ওই ভবনে কাজ করছিলেন। তখন তিনি এনওয়াইপিডির ইউনিফর্ম পরিহিত ছিলেন।
বন্দুকধারী তামুরা হামলার পর আকাশচুম্বী ভবনটির ভেতরে লুকিয়ে থাকেন। পরে ৩৩তলায় আত্মঘাতী গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মধ্য ম্যানহাটনের একটি সুউচ্চ ভবনে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন। পরে বন্দুকধারী নিজেও নিহত হন।