অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর, স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট (আন্তর্জাতিক সময় ৯টা ১৫ মিনিট) থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের লাইভ আপডেট প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
গাজার সরকারি সংবাদমাধ্যম সূত্রে প্রতিবেদনে বলা হয়, ‘বিভিন্ন গভর্নরেটজুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে’ হাজার হাজার ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এছাড়া অঞ্চলগুলোর রাস্তাঘাট পুনরায় খোলা এবং পুনর্বাসন শুরু করেছে।
বিবৃতিতে বলা হয়, সরকারি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে নেওয়ার জন্য সরকারি পরিকল্পনা অনুসারে কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত দিন পর বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন শুরু হবে বলেও জানানো হয়।
এছাড়াও বিবৃতিতে জনগণকে সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করার, সম্ভাব্য বিপদ এড়াতে ধ্বংসপ্রাপ্ত এলাকা থেকে দূরে থাকার, হঠাৎ ধস রোধ করতে গোলাবর্ষণ করা বাড়িঘর এড়িয়ে চলা এবং সন্দেহজনক রকেট এবং বস্তু থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সতর্ক করা হয়।
হামাস রোববার মুক্তিপ্রাপ্ত তিন ইসরায়েলি নারী বন্দীর নাম প্রকাশের পর ইসরায়েল যুদ্ধবিরতির পুর্নসময় নির্ধারণ করে বিবৃতি প্রকাশ করে। মুক্তিপ্রাপ্ত তিন নারী হলেন রোমি গোনেন, ডোরন স্টেইনব্রেচার এবং এমিলি দামারি।
তিন বন্দীর নাম প্রকাশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, গাজায় যুদ্ধবিরতি স্থানীয় সময় ১১টা ১৫ থেকে থেকে শুরু হবে।
Leave a Reply