অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন: ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে ভালো হয়। নির্বাচনের বিষয়ে যে উপদেষ্টাই যা বলুক না কেন প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
বুধবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
ডিসেম্বরে না হলেও সেটা কোনভাবেই জুন অতিক্রম করবে না জানিয়ে তিনি বলেন: ডিসেম্বর থেকে জুনের মধ্যে যতো তাড়াতাড়ি সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা কোনো অবস্হাতেই জুন অতিক্রম করা হবে না। কালক্ষেপণ করার সুযোগ নেই।
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রলম্বিত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন: শেখ হাসিনার বিচারে কোন বিলম্ব হচ্ছে না।
জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন: নির্বাচনের দুই মাস আগে রোডম্যাপ ঘোষণা করা হবে।