অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শুক্রবার রাতে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় ঘটেছে। দলের এই বিদায় স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেননি সুপারস্টার নেইমার। ম্যাচ শেষে তাকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। একইসাথে ব্রাজিল দলকে বিদায়ের ইঙ্গিতও তিনি সাথে সাথে দিয়ে দিয়েছেন।
দোহায় হতাশাজনক বিদায়ের পর নেইমার জানিয়ছেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে তিনি প্রস্তুত। ৩০ বছর বয়সী নেইমার অবশ্য নিশ্চিত করে বলেননি পাঁচবারের চ্যাম্পিয়নদেওরহয়ে তাকে আবারো মাঠে দেখা যাবে কিনা। গতকাল অতিরিক্ত সময়ে গোল করে নেইমারই প্রথম ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন। এই গোলের মাধ্যমে সেলেসাওদের হয়ে সবর্কালের সর্বাধিক ৭৭ গোলের কিংবদন্তী পেলের রেকর্ড স্পর্শ করেছেন নেইমার। ম্যাচ শেষে আবেগী নেইমার জানিয়েছেন, ‘আমি জাতীয় দলের জণ্য এখনই দরজা বন্ধ করছি না। তবে শতভাগ গ্যারান্টিও দিতে পারছিনা আদৌ আর ফিরবো কিনা।’
৮২ বছর বয়সী পেলে ম্যাচের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ব্রাজিলের হয়ে খেলা চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন। ইন্সটাগ্রামে পেলে লিখেছেন, ‘সবাই জানে আমি কখনই দেশের প্রতিনিধিত্ব করার মধ্যে যে আনন্দ খুঁজে পাই তার সাথে কোন সংখ্যাকে মিলিয়ে দেখিনা। আমার বয়স এখন ৮২ বছর এবং এই বয়সেও আমি মনে করি এবারও কোন না কোনভাবে আমি তোমাদের সবাইকে এগিয়ে যাবার জন্য অনুপ্রানীত করেছি।’
নিজের গোলের রেকর্ড স্পর্শ করায় নেইমারকে অভিনন্দন জানিয়ে পেলে বলেছেন, ‘আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমার জন্য গলা ফাটিয়েছি। অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে আমার গোলসংখ্যা ছুঁয়ে ফেলায় তোমাকে অভিনন্দন জানাতে পারছি। দুজনই জানি, এটা শুধুই একটা সংখ্যা নয়, তার চেয়েও বেশি কিছু। ফুটবলার হিসেবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য মানুষকে অনুপ্রাণিত করা। তুমি সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস। অনেকে তোমার মতো হতে চায়। ৫০ বছর আগে যে রেকর্ড গড়েছিলাম, একমাত্র তুমি ছাড়া আর কেউ এর পিছু তাড়া করতে পারেনি। তুমি করে দেখিয়েছ, প্রিয়। এভাবেই আমাদের অনুপ্রানীত করতে থাকো। এখনো তুমি গোল করলে আমি অনেক খুশী হই। প্রতি ম্যাচেই আমি তোমার দিকেই তাকিয়ে থাকি।’
Leave a Reply