অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী সদর উপজেলায় সাইকেলে চেপে মাদরাসায় যাওয়ার পথে বালুর ট্রাকচাপায় দুই ভাই-বোন মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আবুল কালাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর এলাকার মো. সাদ্দাম হোসেনের মেয়ে আসমা আকতার (৬) ও আবুল কালামের ছেলে আরাফাত হোসেন (৬)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই-বোন। তারা দুইজনই স্থানীয় দারুস সালাম তালিমূল কুরআন মাদরাসার কেজি ওয়ানের শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা মো. ফয়সাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, আবুল কালাম আরাফাত ও আসমাকে নিয়ে সাইকেল চালিয়ে মাদরাসায় যাওয়ার পথে বালুর ট্রাক তাদের ধাক্কা দিলে দুই শিশু চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আবুল কালাম গুরুতর আহত হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহপাঠীরা কান্নাকাটি করছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply