অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী পৌরসভা কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মাচারী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার কার্যক্রম শুরু হয়। বেলা ২টার দিকে পৌরসভা থেকে বের হন মেয়র সহিদ উল্ল্যাহ খান সোহেল। আড়াইটার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌরসভা কার্যালয়ে হামলা চালায়। এ সময় দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়।
এ বিষয়ে মেয়র সহিদ উল্যাহ খান সোহেল গণমাধ্যমকে বলেন, আমি পৌর কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা ভবনের দ্বিতীয় তলায় হামলা-ভাঙচুর চালায়। বিষয়টি জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, পৌরসভা কার্যালয়ে হামলার কথা শুনেছি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
এ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
Leave a Reply