অনলাইন সীমান্তবাণী ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে হেভিওয়েট প্রার্থী ছিলেন দু’জন। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এবং আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর দৃশ্যপট পাল্টে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে হেভিওয়েট প্রার্থী শুধুমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে রাজনীতির মাপকাঠিতে সমতুল্য না হলেও ব্যারিস্টার মওদুদ আহমদের পর ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নেমেছেন আরেক ব্যারিস্টার।
জাতীয় পার্টির মনোনীত তরুণ এ প্রার্থীর নাম ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত খাজা আবুল খায়েরের একমাত্র ছেলে তিনি। ৩৮ বছর বয়সী এ তরুণ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত রয়েছেন।
ব্যারিস্টার তানভীর নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনুসের মামলার কৌঁসুলির দায়িত্বে আছেন। এছাড়া গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন এবং গ্লোবাল কর্পোরেশনের আইন উপদেষ্টা-প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। আইন পেশা ও রাজনীতির পাশাপাশি ধর্মীয়, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদেরের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ রুবেল ছাড়াও আরও তিনজন রয়েছেন। তারা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মোহাম্মদ মকছুদের রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (আইএফবি) মোহাম্মদ শামছুদ্দোহা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী।
উল্লেখ্য, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৭১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১০ হাজার ৩৮৮ জন, মহিলা ১ লাখ ৯৫ হাজার ৩২৭ জন। মোট কেন্দ্র ১৩২টি।
Leave a Reply