18 May 2024, 09:08 pm

নৌকার আদলে মাথার চুল কেটে হৈচৈ ফেলে দিয়েছে ঝিনাইদহের খেটে খাওয়া নৌকার দুই কর্মী

নিজস্ব প্রতিবেদকঃ

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ব্যতিক্রম কিছু করলে তো অবশ্যই নজরে পড়বে । সাধারণত বিভিন্ন খেলায় নিজের চুলের কাটিং পরিবর্তন করে নজরে পড়তে দেখা মেলে । কিন্তু দলের প্রতি ভালোবাসার এমন নজীর খুব কমই দেখা যায় । নিজের মাথার চুলের কাটিং পরিবর্তন করে দলীয় প্রতীক “নৌকা” বানিয়ে দুই জন রিতিমতো হৈচৈ ফেলে দিয়েছেন । মিছিল-মিটিং সবখানেই তাদের সরব উপস্থিতি সকলের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।

জেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের বাসিন্দা ইনতাজ মন্ডলের ছেলে রনি এবং একই ইউনিয়নের কোলা গ্রামের বাসিন্দা আতর আলীর ছেলে ওমর ।

ঝিনাইদহ সদর উপজেলার রশীদ বাউল জানান, ভালোবাসা প্রকাশে কতকিছুইনা করে কতশত মানুষ কিন্তু দলের প্রতি ভালোবাসার অনন্য নজীর স্থাপন করেছেন ঝিনাইদহের দুই খেটে খাওয়া মানুষ রনি মন্ডল ও ওমর আলী । রনি পেশায় রাজমিস্ত্রি ও ওমর অনিয়মিত ইজি বাইক চালক ।  তাদের ব্যতিক্রমী চুলের কাটিং মানুষকে নজর কাড়তে বাধ্য করছে । এলাকায় রিতিমতো হৈচৈ পড়েছে । একনজর দেখতে সবসময় তাদের চারপাশে মানুষের ভিড় লেগেই আছে । রনি তার মাথায় ডিজাইন করে ৫টি নৌকা আর ওমর বানিয়েছেন ৪টি ।

এলাকাবসী মামুন জানান, দলের প্রতি চরম ভালোবাসারই বহিঃপ্রকাশ । তারা দরিদ্র হলেও আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসা অনন্য উদাহরণ গড়েছেন । গ্রামের রাস্তায়, চায়ের দোকানে এমনকি মিছিলেও এই চুলের কাটিং নিয়ে চলছে তাদের সরব উপস্থিতি । বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত পাচ্ছেন নিয়মিত ।

ওমর আলী বলেন, এই ইউনিয়নের ঢাকাপাড়ার সরকারি খাসজমিতে বসবাস থাকতাম। আমার স্ত্রী অনেক আগে আমাকে ছেড়ে সন্তানদের নিয়ে চলে গেছে। এরপর আর সংসার করা হয়নি। অটো চালিয়ে জীবন-যাপন করি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি আওয়ামী লীগকে ভালোবেসে মাথার চুল কেটে নৌকা বানিয়েছি।

এ দিকে রনি বলেন, আমি পেশায় একজন রাজমিস্ত্রি । আমাদের কোন চাওয়া পাওয়া নেই । আমরা সত্যিই শেখ হাসিনাকে ভালোবাসি । আওয়ামী লীগকে ভালোবাসি তাই চুল কেটে নৌকা বানিয়েছি ।
হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ বলেন, আমরা অত্যন্তু খুশী কারণ আওয়ামী লীগকে অনেকেই ভালোবাসে কিন্তু এমন ব্যতিক্রমী ভালোবাসা সত্যিই বিরল ঘটনা ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Visits Today: 4832
  • Total Visits: 745833
  • Total Visitors: 2
  • Total Countries: 1126

আজকের বাংলা তারিখ

  • আজ শনিবার, ১৮ই মে, ২০২৪ ইং
  • ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১০ই জ্বিলকদ, ১৪৪৫ হিজরী
  • এখন সময়, রাত ৯:০৮

Archives

MonTueWedThuFriSatSun
  12345
20212223242526
2728293031  
       
  12345
2728     
       
     12
3456789
10111213141516
17181920212223
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       

https://youtu.be/dhqhRb9y018