অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশ এখন অন্ধকার গুহার কিনারে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন নেই এবং অঘোষিত সামরিক আইন জারি আছে। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন এমএসএনবিসির সঙ্গে সাক্ষাত্কারে এসব কথা বলেন।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে এড়ড়মষব ঘবংি অনুসরণ করুন
গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার ইমরান খানের বিরুদ্ধে ১৮০ টি মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের ঘটনা বিশ্বের কোনো দেশে বিরোধী নেতার বিরুদ্ধে ঘটেনি বলে জানিয়েছেন ইমরান খান।
সাক্ষাত্কারে ইমরান খান বলেন, চলতি বছরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তার দলই ক্ষমতায় আসবে। তিনি মার্কিন সরকারের উদ্দেশ্যে সামরিক বাহিনীর ভূমিকা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সম্পর্কেও বলেন। এসব বিষয়ে নজর রাখার আহŸান জানান ইমরান খান।
গত মঙ্গলবার ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা তোশাখানা মামলাকে অগ্রহণযোগ্য বলে রায় দেয় ইসলামাবাদ হাইকোর্ট। যদিও পরের দিন সেনা সদরদপ্তরে সহিংসতার মামলারসহ ছয়টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এ নিয়ে ইমরানের বিরুদ্ধে ১৮০ টি মামলা পূর্ণ হয়।