July 31, 2025, 5:25 am
শিরোনামঃ
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মহেশপুরে বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের স্মারকলিপি প্রদান ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব মানবপাচার দিবস উপলক্ষে মতবিনিময় সভা ঝিনাইদহে ত্রিশ গ্রামের দশ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে ; বিএডিসির খাল এখন কৃষকের মরণ ফাঁদ তাবলিগ জামাতের দুই পক্ষের সমস্যা মেটাতে কমিটি গঠন : ধর্ম উপদেষ্টা  ৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র সংস্কারের চাহিদা চেয়ে প্রাইমারি স্কুলগুলোতে চিঠি আওয়ামী লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নিয়েছে আটক রিয়াদ ও তার দল একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা নওগাঁয় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না : পাকিস্তানের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই পাকিস্তান এখন উড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, আমাদের শত্রুদের আমরা পরাজিত করেছি।

যদিও তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা অনেকের চোখেই ছিল কল্পনার বাইরে। এছাড়া পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার (৩১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই পাকিস্তান এখন উড়ছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন। শনিবার কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা, পাল্টা হামলাসহ সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছিল।

ভারতের অভিযোগ, কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যদিও ভারত কোনও প্রমাণ হাজির করতে পারেনি। এরপর মে মাসের শুরুতে ভারত পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায়, যাতে বেসামরিক নাগরিকরা হতাহত হন।

এর জবাবে পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি ভারতের অভ্যন্তরে নানা লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলা-পাল্টা হামলার মধ্যে গত ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছায় পাকিস্তান ও ভারত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “আমাদের শত্রু — যাদের বিরুদ্ধে জয় অনেকের চোখে ছিল কল্পনার বাইরে — তাদের আমরা পরাজিত করেছি। এটি আমাদের ইতিহাসের গৌরবময় মুহূর্ত।”

তিনি আরও বলেন, পাকিস্তান এখন “উড়ছে”, কারণ একদিকে সামরিক সাফল্য, অন্যদিকে সরকারে আসার পর অর্থনৈতিক উন্নয়ন—এই দুই মিলে দেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানি বাহিনীর পাল্টা অভিযানে ভারত “বিস্মিত ও স্তম্ভিত” হয়েছে। তিনি বলেন, “অপারেশন বুনিয়ানুম মারসুস” শত্রুর প্রতিরক্ষা ভেঙে দিয়েছে এবং তাদের “সামরিক শ্রেষ্ঠত্বের মিথ” ধ্বংস করেছে।

শেহবাজ বলেন, পাকিস্তানের প্রতি হুমকি এখন আর শুধু সামরিক নয়—“এগুলো এখন সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপে ফেলা, ভুয়া প্রচার ও হাইব্রিড যুদ্ধের মতো বহুস্তরীয়”।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান শুধু উপযুক্ত জবাবই দেয়নি, বরং পাল্টা কৌশল দিয়ে ভারতকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে।

বক্তৃতায় শেহবাজ সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক অবস্থানকেও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন। ভারত এই পানি বণ্টন চুক্তিকে “স্থগিত” করার ঘোষণা দিয়েছে। শেহবাজ নয়াদিল্লির এই পদক্ষেপকে “লাল রেখা” হিসেবে অভিহিত করে হুঁশিয়ারি দেন, পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page