November 27, 2025, 6:02 am
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

প্রতিদিন কাঁচা রসুন খেলে হৃদপিণ্ড নিয়ে চিন্তা করতে হবে না ; রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীর সুস্থতায় রসুনের জুড়ি মেলা ভার। রসুন এমন এক সবজি,যা খেলে শরীরে বাসা বাঁধবে না কোনও রোগ। রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক উপাদান,যা ক্যানসারসহ বিভিন্ন রোগ থেকে আপনাকে দূরে রাখবে। এ ছাড়া রান্নার স্বাদ বাড়ায় রসুন। প্রায়ই রান্নাঘরে পেঁয়াজের মতন রসুনও জমা করা থাকে। আসুন জেনে নিন, রসুনের গুণের কথা :

১. প্রতিদিন কাঁচা রসুন খেলে হৃদপিণ্ড নিয়ে চিন্তা করতে হবে না। তাই হৃদপিণ্ডের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে রসুন খেতে পারেন। বুকের বাঁ পাশে ব্যথা,সিঁড়ি বেয়ে উঠার কষ্ট দূর করতে সকালে রসুন খান। এতে হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। ফলে বুকের ব্যথা কমে যাবে,সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে না।

৩. শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক রাখার জন্য খালি পেটে রসুন খেতে পারেন। এতে উপকার পাবেন বেশি। প্রতিদিন সকালে খালি পেটে দুই কোয়া রসুন খেলে শরীরের রক্ত সঞ্চালনক্ষমতা বৃদ্ধি পাবে।

৪. উচ্চ রক্তচাপ কমানোর জন্য ভালো কাজ করে রসুন। এ ছাড়া শরীরের সংক্রমণ প্রতিরোধেও রসুন কাজ করে।

৫. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে রসুন খেতে পারেন। রসুনের অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণ অনেকটা ওষুধের মতো কাজ করে।

৬.  খালি পেটে রসুন খেলে ত্বক ভালো থাকে,বার্ধক্যের ছাপ পড়ে না।

৭. অ্যালার্জি সমস্যা,ঠাণ্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসে সংক্রমণ ঘটতে পারে,যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে ভালো উপকার পাবেন।

৮. রসুন রক্তে জমা হওয়া ফ্রি র‍্যাডিক্যাল ধ্বংস করে দেয়। ফ্রি র‍্যাডিক্যাল শরীরের পক্ষে মারাত্মক। ফ্রি র‍্যাডিক্যাল ডিএনএ ও কোষের মেমব্রেন নষ্ট করে দেয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page