July 29, 2025, 9:57 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই নিহত মাগুরায় বিষধর সাপের কামড়ে এইসএসসি পরীক্ষার্থীর মৃত্যু  বাতাসে আবারও ভেঙে পড়লো গড়াই নদীর লাঙ্গলবাঁধ-নাদুরিয়া খেয়া ঘাটের উপর নির্মাণাধীন ব্রিজের গার্ডার রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের আরও ৩ জন সঙ্কটাপন্ন ; ১ জন লাইফ সাপোর্টে আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ঢাকা থেকে বিমান ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই : বিমানবাহিনী সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১ হাজার ৫০৭ নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে জনগণ বঞ্চিত হবে : বিএনপি নেতা সালাহউদ্দিন শেরপুরে সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেলেন এক হাজার রোগী
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামায়াতে ইসলামীর গণঅবস্থানের ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণঅবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মিয়া গোলাম পরোয়ার বিবৃতিতে বলেন, “এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।”

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।

গণঅবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে তিনি ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। এই আবেদন শুনানির দিন ধার্য ছিল ২০ ফেব্রুয়ারি; কিন্তু শুনানি হয়নি।

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এটিএম আজহারুলের মুক্তি দাবি করেন।

দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশে ফেসবুক পোস্টে জামায়াতের আমির লিখেছেন, “ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দি রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।”

জামায়াতের আমির আরও লিখেছেন, “এই জুলুমের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকবো।

আজকের বাংলা তারিখ



Our Like Page