অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক দফা দাবী আদায় ছাড়া নির্বাচনে আসবে না বিএনপি। আর সেই দাবী আদায়ে চলছে দলটির নানা সভা সমাবেশ। আলোচনা হচ্ছে চলতি মাসের মধ্যেই অবরোধের মত কর্মসূচির দিকেও হাটতে পারে দলটি।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থির পরিস্থি সৃষ্টির আশংকা বিভিন্ন মহলে। এমন অবস্থায় দেশের পরিস্থিতি কি হবে? জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দু একটা রাজনৈতিক দল নির্বাচনে না এলে কোন সমস্যা হবে না, নির্বাচনও থেমে থাকবে না বরং সংবিধান মেনেই নির্বাচন হবে।
আজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এদিকে, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর প্রবণতা রয়েছে। এটি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১২তম সভা শেষে তিনি এ কথা জানান। একই সাথে নির্বাচনকে সামনে রেখে দেশে যেন কোনও অবৈধ অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজন হলে ভোটের পরবর্তী ১৫ দিন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। বিভিন্ন সংগঠনের নিরাপত্তা শঙ্কায় এবং সংলাপে এটি উঠে আসার কারণেই বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা হয়েছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন তিনি।
Leave a Reply