November 27, 2025, 10:59 am
শিরোনামঃ
ওসিদের নিয়োগও লটারির মাধ্যমে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা যারা নির্বাচন ঠেকাতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা : সিইসি রীপার ভিডিও বক্তব্য প্রচারের বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি রাজধানীতে ৩ শত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ; ক্যাডার পদে ১৭৫৫ ; নন-ক্যাডার ৩৯৫ জন রাজশাহীতে চিনির সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল খেজুর গুড় ; ৫ কারখানায় অভিযান মাগুরার একজন রাজনৈতিক নেতার কারণে ১৮ দিন গৃহবন্দি মাদ্রাসা শিক্ষিকা ; প্রশাসনের হস্তক্ষেপ কামনা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ধামরাইয়ে ৭টি ইটভাটায় অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা পিরোজপুরে দুর্যোগে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মশালা
এইমাত্রপাওয়াঃ

‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এম এ কবীর, ঝিনাইদহ : ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রসাশন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে এক আলোচনা সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল,বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিম এবং জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আমজাদ হোসেন আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন। সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুর রউফ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,লৌহজং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,রাজধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আফরোজ প্রমূখ। প্রধান অতিথি বলেন পৃথিবীতে এখনও পাঁচজনের মধ্যে একজন নিরক্ষর। তিনি বলেন শিক্ষার হার বৃদ্ধির কোন বিকল্প নেই,ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার দশ ভাগ যা কোন ভাবেই কাম্য নয়। তিনি বলেন,ইউনেস্কো ১৯৬৬ সালের ৮ সেপ্টেম্বর কে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহন করে। ১৯৬৭ সালে দিবসটি প্রথম উদযাপিত হয়। তিনি বলেন,বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭.৯% এর মধ্যে ঝিনাইদহে ৭৬.৮%। তিনি বলেন নিরক্ষরতা এক ধরনের অভিশাপ। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page