অনলাইন সীমান্তবাণী ডস্কে : ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা সীমান্তবর্তী এলাকা দক্ষিণকান্দি নামক বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল নয়টায় ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন নড়াইল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তারা নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের পুত্র তিতাস শেখ (১৮) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার পুত্র উৎস মোল্লা (১৮)। এইচএসসি পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার ৪টি মটরসাইকেলযোগে ৮ বন্ধু কুয়াকাটায় ভ্রমণ শেষে আজ সকালে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহত দুজনই নড়াইল কলেজের ছাত্র। তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে আনার পর মারা যায়।
তিনি আরও জানান, গত কয়েকদিন অতিবৃষ্টিতে মহাসড়কে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, গর্তে পড়ে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে দুর্ঘটনা শিকার হয়েছে। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply