অনলাইন সীমান্তবাণী ডেস্ক :লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নারুল্লাহ বলেছেন, বর্ণবাদী ইসরাইল সরকারের নাগপাশ থেকে মাতৃভূমি মুক্ত করার লক্ষ্যে ফিলিস্তিন জনগণ যে সংগ্রাম করে যাচ্ছে তাতে প্রধান ভূমিকা পালন করছে আন্তর্জাতিক কুদস দিবস।
ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (শুক্রবার) পালিত হচ্ছে আন্তর্জাতিক কুদস দিবস। ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থাপতি ইমাম খোমেনীর (রহ.) আহ্বানে সাড়া দিয়ে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার এই দিবস পালিত হয়ে আসছে। ইরানসহ বেশিরভাগ আরব দেশে আজ রমজান মাসের শেষ শুক্রবার।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ আরো বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি ইসরাইলের অভ্যন্তরেও চলতি বছর বহু ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব ঘটনা দখলদার ইসরাইল সরকারের পাশাপাশি মর্কিন আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামরত প্রতিরোধ অক্ষের পক্ষে বিশ্ব পরিস্থিতিকে বদলে দিতে শুরু করেছে।
বিশ্বে একটি বহু মেরুকেন্দ্রীক ব্যবস্থা চালু হতে যাচ্ছে উল্লেখ করে সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, এর মাধ্যমে বিশ্বের ওপর মার্কিন একাধিপত্যের অবসান ঘটবে।তিনি চীনা মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্তকে স্বাগত জানান।