অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় এক ফিলিস্তিনি কিশোরের শাহাদাতের তীব্র নিন্দা জানিয়েছে সেখানকার প্রতিরোধ আন্দোলনগুলো। এসব আন্দোলনকারীরা বলেছে, শহীদের রক্ত বৃথা যাবে না বরং এ রক্তের মাধ্যমে ইসরাইল বিরোধী সংগ্রাম শক্তিশালী হবে এবং পরিণতিতে ইহুদিবাদী ইসরাইল ধ্বংস হয়ে যাবে।
গাজা-ভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল রিজওয়ান এ সম্পর্কে বলেন, ইসরাইলি সেনারা বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরের নাবলুস শহরে নতুন করে আগ্রাসন চালিয়েছে। তারা ১৬ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর আবু জাইতুনকে মাথায় গুলি করে হত্যা করেছে। তিনি এ ঘটনাকে ইসরাইলি অপরাধযজ্ঞের কালো ইতিহাসের আরেকটি অধ্যায় বলে বর্ণনা করেন।
হামাসের এই নেতা নাবলুস শহরের ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রশংসা করে বলেন, ইসরাইলি সেনাদের বর্বরতা সত্ত্বেও এ শহরের জনগণ তেল-আবিব বিরোধী আন্দোলনে অটল থাকবে।
ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলি হামলায় আবু জাইতুনের শাহাদাতে ফিলিস্তিনি জাতি ও তার পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। ইসলামি জিহাদ এক বিবৃতিতে বলেছে, এই হত্যাকাণ্ডের ফলে প্রতিরোধ আন্দোলন থেমে থাকবে না এবং ইসরাইল বিনা জবাবে পারও পাবে না। বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে এমনভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে দখলদার সেনারা আর কখনও এখানে অনুপ্রবেশ করার সাহস না দেখায়।
Leave a Reply