অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনের বামপন্থী সরকার আজ বুধবার জানিয়েছে, জনপরিসর থেকে অপসারণের জন্য জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্রের প্রতীকগুলোর একটি তালিকা প্রকাশ করা হবে।
১৯৩৯ থেকে ১৯৭৫ সালের নভেম্বর পর্যন্ত ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনে লাখ-লাখ মানুষের প্রাণহানি ঘটেছিল। তার মৃত্যুর পর থেকে ফ্রাঙ্কোর স্বৈরশাসনের চিহ্নগুলো সংবেদনশীল বিষয় হিসেবে রয়ে গেছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদে বলেছেন, আগামী নভেম্বরেই তার সরকার ফ্রাঙ্কোর প্রতীক এবং সংশ্লিষ্ট উপাদানগুলোর একটি সম্পূর্ণ তালিকা প্রকাশ করবে, যাতে অবশেষে আমাদের দেশ এবং আমাদের রাস্তা থেকে সেগুলো অপসারণ করা যায়।
ফ্রাঙ্কোর চিহ্ন মুছে দেওয়ার জন্য এর আগে ২০২২ সালে প্রচারণা দল ডেবেরিয়া ডিসঅ্যাপেয়ার একটি তালিকা তৈরি করেছিল। তারা বলেছে, ফ্রাঙ্কোর ৬ হাজারের বেশি চিহ্ন টিকে আছে।