অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ায় হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকালে শহরের কানুচগাড়ি এলাকায় বিএনপির পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে সেটি অবিস্ফোরিত থাকে। পুলিশ ওই ককটেলসহ দুই পিকেটারকে গ্রেফতার করেছে। এর আগে বুধবার রাতে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় মহাসড়কে সিরাজগঞ্জগামী ট্রাকে আগুন দেওয়া হয়েছে।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুজন হলেন- বগুড়া শহরের সূত্রাপুর এলাকার গাড়ি ব্যবসায়ী মমতাজ উদ্দিন (৬০) এবং গাবতলী উপজেলার বাসিন্দা সরকারি শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থী জাহিদ হাসান (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পিকেটাররা শহরের কানুচগাড়ি এলাকায় যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করছিল। পুলিশ সেখানে বাধা দিলে তারা ককটেল নিক্ষেপ করে। কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়নি। তখন পুলিশ ধাওয়া করে পিকেটার মমতাজ উদ্দিন ও জাহিদ হাসানকে গ্রেফতার করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান জানান, হরতালে মিছিল-সমাবেশ তাদের গণতান্ত্রিক অধিকার। পুলিশ দমনপীড়ন চালাচ্ছে। দুজনকে গ্রেফতারের কথা শুনলেও তারা তাদের নেতাকর্মী কিনা তা নিশ্চিত হতে পারেননি তিনি।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বুধবার রাতে শিবগঞ্জে আলুর বীজ নামিয়ে একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে ট্রাকটি শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় গাক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছে। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত গতিরোধ করে ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় চালক উল্টো দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। তখন দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ট্রাকে আগুন দেয়। আগুনে ট্রাকের পুরো কেবিন পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
ওসি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হবে। এ ছাড়া জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে সকালে শহরের শেরপুর সড়কের কলোনি এলাকায় বিক্ষোভ মিছিল বের করে।